দোহারে গুডনেইবারস দোহার সিডিপির বিশ্ব স্বাস্থ্য দিবস পালন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

দোহারে গুডনেইবারস দোহার সিডিপির বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

মানবাধিকার বার্তাঃ আজ ৪ই এপ্রিল গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি আয়োজিত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন হাজী নাছির উদ্দিন পল্লব মানবাধিকার কর্মী ও ভারপ্রাপ্ত সম্পাদক- দেশপত্র, আরো উপস্থিত ছিলেন লায়লা আফজাল স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিডিসি চেয়ারপার্সন একলাল উদ্দিন আহমেদ । উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গুড নেইবারস্ বাংলাদেশ দোহার স্বাস্থ্য কর্মকতা রনি আক্তার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন দোহার সিডিপির প্রোগ্রাম ম্যানেজার জনাব শাহরিয়ার হোসেন।তিনি বলেন, গুড নেইর্বাস একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও শিশু অধিকার বিষয়ক উন্নয়ন সংস্থা। এটি সার্বজনীন প্রাথমিক শিক্ষার বিশেষ অবদানের জন্য ২০০৭ সান।গউএ২ সনদ অর্জন করে। গুড নইেবারস্ বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের ১৩টি জেলার ১৭টি প্রকল্পে দরিদ্র, অবহেলিত ও পিছিয়ে পড়া নির্দিষ্ট জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি মূলত দোহার উপজেলায় শিশু, যুব ও নারীদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনা করে। তিনি বলেন প্রতি বছর ৭ই এপ্রিল সাধারন জনগনের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য বিশ্ব স্বাস্থ্য দিবস উৎযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রী,অভিভাবক,শিক্ষকসহ মোট ৫০ জন উপস্থিত ছিলেন। দোহার সিডিপির মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানুল হাসান দিনটির প্রতিপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি ডাঃ জসিম উদ্দিন তার বক্তব্যে মাতৃ স্বাস্থ্য ও কিশোর- কিশোরীদের  বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে বিশধভাবে আলোচনা করেন। তিনি বলেন সুস্থতা ৩ ধরনের মানসিক,শারিরীক ও সামাজিক যা সুস্বাস্থ্য নিশ্চিত করে। প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ১০ বছর আগে কিশোরীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচী করেন যা পরবর্তীতে জাতীয় নীতিমালাতে অন্তর্ভুক্ত করা হয়। তিনি দোহারের প্রত্যেক স্কুলে কিশোরী কর্নার করার পরিকল্পনা করছেন। তিনি বলেন একটি নরমাল ডেলিভারি একজন মাকে তার পরবর্তী জীবনের জন্য সুস্থতা নিশ্চিত করে।দোহার উপজেলাতে গতমাসে ৩০ টি নরমাল ডেলিভারি করানো হয়। অবশেষে গুড নেইবারসকে এমন একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হাজী নাসির উদ্দিন পল্লব নারী ও শিশু নিরাপত্তার জন্য জোরদার দাবী করেন। স্বাস্থ্য তত্বের উপর হেলথ হাইজিন নিয়ে বিসদ আলোচনা করেন এবং তিনি ৩ টি উপজেলায় নারী ও শিশু সুরক্ষায় একজন মানবাধিকার কর্মী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি বাল্য-বিবাহ রোধে এবং মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেন। উক্ত অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিলো কুইজ প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের সতঃস্পূর্ত অংশগ্রহণ যা অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করে তোলে।
  অবশেষে সিডিপির ম্যানেজার জনাব শাহরিয়ার হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags