দোহারে তিন ইউপি নির্বাচনে ১৮৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

দোহারে তিন ইউপি নির্বাচনে ১৮৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ

মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৩৬ জন ও সাধারণ সদস্য পদে ১৩৪ জন মোট ১৮৯ জন বৈধভাবে মনোনিত হয়েছেন। মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এরা হলো- বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী(বাংলাদেশ আওয়ামীলীগ), এ.এইচ.এম ফারুক উজ্জামান(স্বতন্ত্র), তাজেল ইসলাম খাঁ(স্বতন্ত্র), নুরুল ইসলাম(ইসলামী আন্দোলন বাংলাদেশ), গিয়াস উদ্দিন(স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন। রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এরা হলো- মো. আমজাদ হোসেন(বাংলাদেশ আওয়ামীলীগ), মোহাম্মদ আলী হোসেন(স্বতন্ত্র), মো. শহীদুল(ইসলামী আন্দোলন বাংলাদেশ), আ. রশিদ(স্বতন্ত্র), মো. নুরুল হক(স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৯ জন। সুতারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৯ জন। এরা হলো- শেখ নাসির উদ্দিন(বাংলাদেশ আওয়ামীলীগ), আব্দুল মালেক(ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেহেদী হাসান সাদ্দাম( স্বতন্ত্র), চঞ্চল(স্বতন্ত্র), মো. আজাদ রহমান(স্বতন্ত্র), হায়দার আলী বেপারী(স্বতন্ত্র), পারুল আক্তার), নুরুল আলম(স্বতন্ত্র), বায়েজীদ হোসেন(স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন। এ বিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ২০২২ইং দোহার উপজেলার মাহমুদপুর, রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর ২০২২ইং এবং ভোট গ্রহন ২ নভেম্বর ২০২২ইং।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags