দোহারে নাগের কান্দার রনি মাদক সহ পুলিশের হাতে আটক - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শনিবার, ১৮ জুন, ২০২২

দোহারে নাগের কান্দার রনি মাদক সহ পুলিশের হাতে আটক

দোহারে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তারমাদক দোহার উপজেলায় পুলিশের অভিযানে চিহ্নিত এক মাদক কারবারি মো.রনি(৩৫)কে ২০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।আটক মো.রনি নাগেরকান্দা গ্রামের আ.ছালামের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়,দোহার থানা পুলিশের এস আই নান্টু কৃষ্ঞ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিলাশপুর জোড়া ব্রীজ সংলগ্ন কবরস্থানের সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ সময়ে তার দেহ তল্লাশি করে ২০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান,আটক মো.রনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। বৃহস্পতিবার সকালে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags