পালামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন। সভাপতি- আজমীর , সম্পাদক- ফারুক - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

পালামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন। সভাপতি- আজমীর , সম্পাদক- ফারুক

রিপোর্ট মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার উন্নয়ন ও ব্যবসায়ী কমিটি নির্বাচন-২০২১ শনিবার ৪ ডিসেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাইপাড়া ইউনিয়ন কাউন্সিলের ভেতর ভোট কার্যক্রম শুরু হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৬৯ ভোট। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ২৬৭ ভোট এবং বিভিন্ন কারনে বাতিল হয় ১৪ ভোট। এ সময় নির্বাচন ঘিরে উচ্ছুক জনতার উপচেপরা ভীর ছিলো চোখে পরার মত। নির্বাচনে সভাপতি পদে মোঃ আজমির হোসেন আনারস প্রতীক নিয়ে পান ১২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইফুর রহমান ছাতা প্রতীক নিয়ে পান ৯৯ ভোট এবং পরিতোষ শাহা চেয়ার প্রতীক নিয়ে পান ৩৯ ভোট। সহ-সভাপতি পদে মোঃ শারাফত হাওলাদার দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পান ২০৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ হালিম পান ৫৭ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ ফারক হোসেন মাছ প্রতীক নিয়ে পান ১৩৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জসীম উদ্দিন মাদবর তালাচািবির প্রতীক নিয়ে পান ১০৫ ভোট এবং মোঃ ফরিদ হোসেন মোরগ প্রতীক নিয়ে পান ২২ ভোট। যুগ্ন সাধারন সম্পাদক পদে দোলোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পান ১৮২ ভোট ও তার নিকটতম প্রতীদ্বন্ধী মোঃ মাহবুবুর রহমান হাতি প্রতীক নিয়ে পান ৮২ ভোট। এছাড়াও কোষাদক্ষ পদে রফিক শেখ ও সদস্য পদে মোঃ আলমগীর, মোঃ সংগ্রাম, মাহমুদুল হাসান, চাঁন মিয়া,আমির হামজা এবং রনি সাহা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। নির্বাচন শেষে বিজয়ী প্রর্থীরা ফুলের মালা গলায় দিয়ে আনন্দ উল্লাসে,মিছিলে মাতিয়ে তুলেন পালামগঞ্জ বাজার। নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া, পুলিশ প্রশাসন, রাইপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল হক সহ আরো অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags