জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকার দিতে যাওয়া এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকার দিতে যাওয়া এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

আজ বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে মোস্তফা কামাল উৎস (১৯) নামের ওই শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা একটি সূত্রের মাধ্যমে ওই শিক্ষার্থীর খোঁজ পাই। পরে ডিনের সম্মতিতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে তাকে কৌশলে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৪ লাখ টাকার বিনিময়ে জালিয়াতি করে চান্স পাওয়ার বিষয়টি স্বীকার করেন।' এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান প্রক্টর। সূত্র ডেইলি স্টার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags