মানবাধিকার বার্তাঃ
‘শিক্ষা ও মানবতার সেবায় আমরা’এই স্লোগানকে সামনে রেখে শিশু, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লাকী জাগরণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি সোবহানবাগে লাকী জাগরণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান লাকী আহমেদ।
এসময় যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সবসময় অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন লাকী আহমেদ। এছাড়া দুঃস্থ, অসহায় মানুষদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।লাকী আহমেদ জানান, করোনা অতিমারীর সময়ও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছে লাকী জাগরণ ফাউন্ডেশন।
লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক এর সভাপতি লাকী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, কলাবাগান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাধু, চিত্রনায়িকা অঞ্জনা, হেদায়েতুল আজিজ মুন্নাসহ আরো অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন