মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলার বাহ্রাঘাটে গরু সহ কালাম (৪৫) নামের এক চোরকে আটক করেছে স্থানীয় জনগন।
সরেজমিনে জানা যায়, আজ (১৬ ফেব্রুয়ারি ২০২১) মঙ্গলবার সকালে বাহ্রাঘাট দিয়ে গরু নিয়ে টেপাখোলা হাটে যাওয়ার সময় স্থানীয় জনগনের সন্দেহ হলে গরুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কথার প্যাঁচে আটকে যায় কালাম ওরফে কালু, গরুর বিষয়ে সদুত্তর দিতে না পারায় জনগণ তাকে আটকে রেখে স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বর শহিদ ও বর্তমান মেম্বর আরব আলীকে খবর দিলে তারা এসে অভিযুক্ত কালাম ওরফে কালুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দোহার পৌরসভার সাহেব খালী এলাকার আক্তার (৪৫) তাকে গরুটি বাহ্রাঘাটে নিয়ে আসতে বলে। সঙ্গে সঙ্গে শহিদ মেম্বর আক্তারকে মোবাইলে কল দিয়ে গরুর বিষয়ে জানতে চাইলে গরু তার নয় বা গরুর বিষয়ে সে কিছু জানেনা বলে জানালে উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে পরে। খবর পেয়ে আটককৃত গরুর মালিক সাহেব খালী এলাকার বিধবা নাজমা বেগম ও তার ছোট ভাই কাইয়্যুম এসে নিজেদের গরু সনাক্ত করে।
গরু চোর আটকের সংবাদ আশে পাশে ছড়িয়ে পরার সাথে সাথে সাম্প্রতিক সময়ে এলাকার চুরি যাওয়া গরুর মালিক ও স্বজনরা এসে তাদের চুরি যাওয়া গরুর বিষয়ে খোঁজ পেতে ক্ষোভে উত্তেজিত হয়ে পরে। গরু চোর আটকের খবর পেয়ে মোহাম্মদপুর ফাঁরির পুলিশ এসে চোর ও গরু উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য আটককৃত কালাম ওরফে কালু খালপাড় বৌবাজার এলাকার মাঈনুদ্দিনের ছেলে সে বৌবাজারে কশাইয়ের কাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন