মানবাধিকার বার্তা :
নবাবগঞ্জ এর বান্দুরা তে শীতবস্ত্র বিতরণ করেন লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক সভাপতি মিসেস লাকী আহমেদ।
লাকী আহমেদ নবাবগঞ্জ উপজেলা বান্দুরার মেয়ে। তার বাবা প্রয়াত বীর মুক্তি যোদ্ধা হাফিজ উদ্দিন ওরফে খবির কোম্পানী সাহেব ও ছিলেন অত্যন্ত পরোপকারী ও দানশীল ব্যক্তি। বাবার মতো মেয়ে লাকী আহমেদ ও ব্যক্তি জীবনে অত্যন্ত সৎকর্মশীল হাসিখুশি মিস্টভাষী সদালাপী একজন মানবিক মানুষ।
তিনি জনসেবার উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন লাকী জাগরণ ফাউন্ডেশন -যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত পাচ বছর ধরে। এই ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল সহ তার নিজ অঞ্চল ঢাকা দঃ নবাবগঞ্জ -দোহারের তথা সমাজের সর্বাগ্রে বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন।
তার বিভিন্ন আর্ত সামাজিক মানবিক ও সমাজকল্যানমূলক সমাজ সেবার অগ্রগামী ভূমিকায় সন্তুষ্ট হয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর মহা সচিব ড. সাইফুল ইসলাম দিলদার তাকে ঢাকা জেলা দঃ অঞ্চলের সভাপতি ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দঃ অঞ্চলের জেনারেল সেক্রেটারী মানবতাবাদী হাজী নাছির উদ্দিন পল্লব বলেন - লাকী ম্যাডাম অত্যন্ত ভালো মনের একজন নিঃস্বার্থ সমাজ সেবী মানবতাবাদী। এমন সভাপতি পেয়ে আমি এবং আমাদের ঢাকা জেলা দঃ টিম অত্যন্ত গর্বিত। তার এ সেবার ধারাবাহিকতা অব্যাহত থাক এবং আমরা তার উত্তরোত্তর সাফল্য করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন