দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার দোহার থানায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে দায়ের হওয়া মামলায় সাধারণ নাগরিক ও নিরাপরাধ ব্যক্তিকে আসামী করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্রজনতা মানববন্ধন করেছে। এসময় তাঁরা অবিলম্বে এসব ব্যক্তিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে থানা ঘেরাও করে। মঙ্গলবার দুপুরে বৈষম্য, দূর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা এ কর্মসূচির আয়োজন করে। এসময় মানববন্ধনে ছাত্র জনতার পক্ষে বক্তব্য দেন প্রবাসী দিপু মাহমুদ। তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার সহযোগী প্রকৃত অপরাধীদের আড়াল করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইতিমধ্যে নিরীহ ব্যক্তির নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, মামলা ১৭৪ জনকে এজাহার নামীয় এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ মামলায় তাঁরা ৩১ জনকে ঘটনার সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন। তাঁদেরকে অবিলম্বে মামলা থেকে অব্যাহতির দাবি জানান। মঙ্গলবার দুপুরে ঢাকার দোহার থানার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এ স্বাধীনতা অর্জন করেছি। কোন দল বা ব্যক্তির স্বার্থ উদ্ধার করা জন্য নয়। আমরা ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কার করে একটি জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ করে তুলবো। কোন দখলবাজ, দূনীতিবাজ ও ঘুষখোরের ঠাই নেই এই বাংলাদেশে। এসময় তাঁরা মিথ্যা মামলাবাজদের প্রতিহত করাসহ ব্যক্তিগত স্বার্থে সাধারণ মানুষকে হয়রানি না করার আহবান জানান। কর্মসূচী চলাকালে বিএনপির দোহার থানা সাংগঠনিক সম্পাদক সেণ্টু ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলায় নিরাপরাধ ব্যক্তির বিষয়ে দেখার আশ্বাস দিলে তাঁরা দোহার থানা ওসির সাথে সভা করে। সেণ্টু ভূইয়া বলেন, তিনি বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশনায় মামলার বিষয়ে ওসিকে বলেছেন সর্তক হয়ে কাজ করতে হবে। যাতে কোনো নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার না করা হয়। মামলার বাদী ও ওসির সাথে কথা বলে দ্রুত এর সমাধান করা হবে বলে জানান। এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, মামলার বাদীর আরজির প্রেক্ষিতে আদালতের মাধ্যমে নিরাপরাধ ব্যক্তিদের বিষয়ে পদক্ষেপ নেয়া যেতে পারে। উল্লেখ্য, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচীতে দোহার লটাখোলার মোড় এলাকায় ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এ মামলা দায়ের করা হয়। বিএনপি নেতা শাজাহান মাঝি মামলাটির বাদী। দোহার থানা মামলা নং-২(৮)২৪, তারিখ ২৫ আগষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags