দোহারে বহিরাগতদের হামলার ঘটনায় ৩ স্কুল  শিক্ষার্থী আহত  - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

দোহারে বহিরাগতদের হামলার ঘটনায় ৩ স্কুল  শিক্ষার্থী আহত 

ঢাকার দোহার উপজেলায় ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মারামারির ঘটনায় ফয়সাল, আদনান ও মহিন নামের ৩ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বৈদ্যুতিক বাল্ব ভাঙ্গাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানায়, উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিপ্লব নামের এক শিক্ষার্থীর শ্রেণিকক্ষের বৈদ্যুতিক বাল্ব ভাঙ্গকে কেন্দ্র করে অন্য শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিপ্লব বিদ্যালয় থেকে বের হয়ে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পরে বিপ্লব কিছু বহিরাগত ছেলেদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে অপর শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে ফয়সাল, আদনান ও মহিন নামের ৩ শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দোহার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, হারুন-অর-রশিদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags