দোহারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার পরিচিতি সভা - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ১০ মে, ২০২৩

দোহারে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন(BHRC) ঢাকা জেলা দক্ষিণ শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার(১০ মে) উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক জোন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি, লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, নায়লা প্রোপার্টিজের মালিক লাকী আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে লাকী আহমেদ বলেন, নারীদের মতো সমাজে অনেক পুরুষও নির্যাতিত হয় এবং তারা নিরবে নিভৃতে কাঁদে, নির্যাতিত এসব পুরুষের পাশেও দাঁড়াতে হবে। তিনি শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সকল পেশার মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সততার সাথে কাজ করবেন। কোন দুর্নীতির সাথে নিজকে জড়াবেন না। আপনাদের মাঝে কেউ যদি অন্যায় করে আমাকে জানাবেন। এমনকি সে যদি এ কমিটির সেক্রেটারিও হয়। আমরা অন্যায়ের সাথে কোন আপোষ করবো না। এ সময় তিনি অসহায় নির্যাতিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। প্যানপেসিফিক কোম্পানির এমডি রাফসানজানী আলভী বলেন, আপনারা সমাজের মানুষের জন্য যেসব ভালো কাজ করবেন, সেসব ভালো কাজের রির্টাণ আপনারা অবশ্যই একদিন ফিরে পাবেন। সুতরাং সবাই পজিটিভ চিন্তা করেন এবং ভালো কাজে অংশগ্রহণ করেন। সভায় বাৎসরিক কাজের বিবরণ তুলে ধরা হয় এবং আগামী বছরের কর্ম-পরিকল্পনা তুলে ধরা হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ শাখা ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রাফসানজানী আলভী, মহিউদ্দীন মাদবর,রফিকুল ইসলাম ও রাসেদ খন্দকারসহ সমাজের বিভিন্ন পেশার বেশ কয়েকজন ব্যক্তির মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সভাপতি মাওলানা হাফেজ ক্বারী আব্দুল ওহাব দোহারী। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন পল্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুল বাসেদ, আব্দুল জব্বার, মু. রাছেল, ইউপি সদস্য সাহজাদা, ডা. মাসুদ, কাউছার আহমেদ ও প্যানপেসিফিক কোম্পানির এমডি রাফসানজানী আলভী। সভায় আরও উপস্থিত ছিলেন- সহ সভাপতি মহি উদ্দিন মাদবর, মাহবুবুল আলম ফারুক, যুগ্ম সম্পাদক হায়দার বেপারী, শেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, মহিলা সম্পাদক রুবিনা, নাজমা বেগম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags