নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫ জন আটক - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫ জন আটক

মানবাধিকার বার্তাঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ফসলি জমির মাটি কাটার দায়ে ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর চক এলাকায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতরা হলো- স্থানীয় রায়হান, আমিনুল, সোহেল ও নিলয়সহ আরো একজন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কৈলাইল ইউনিয়নের রায়পুর চক এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ মাটি কাটার সাথে জড়িত ৫ জন শ্রমিককে আটক করা হয়। সেইসাথে মাটি কাটার একটি ভ্যেকু ও ৪টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের কাজে সহায়তা করেন। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags