নবাবগঞ্জে ভেজাল তেল বিক্রির অপরাধে মিল মালিককে দণ্ড ঢাকার নবাবগঞ্জ উপজেলায় - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নবাবগঞ্জে ভেজাল তেল বিক্রির অপরাধে মিল মালিককে দণ্ড ঢাকার নবাবগঞ্জ উপজেলায়

মানবাধিকার বার্তাঃ নিম্নমানের পামঅয়েল, কেমিক্যাল রঙ এবং অল্প পরিমাণে সরিষার তেল মিশিয়ে খাঁটি সরিষার তেল বলে ভেজাল তেল বিক্রির অপরাধে মিল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার ছোট বক্সনগর এলাকায় আল-আমিন অয়েল মিলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছোট বক্সনগর এলাকায় আল-আমিন অয়েল মিলে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য নিম্নমানের পামঅয়েল, কেমিক্যাল রঙ এবং অল্প পরিমাণে সরিষার তেল মিশিয়ে খাঁটি সরিষার তেল হিসেবে ভেজাল তেল নবাবগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির তেল তৈরির বিএসটিআই এর কোন অনুমোদনও ছিল না । সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার মো. আল-আমিনকে আটক করা হয় এবং মিলে রাখা ৪ হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিএসটিআই এর কোন অনুমোদন না থাকায় এবং ভেজাল তেল বিক্রির অপরাধে মিল মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags