দোহারে তালাক দেওয়া স্ত্রীকে বিদেশ ফেরত স্বামীর পুনরায় বিয়ের আস্বাসে ঢাকায় নিয়ে ধর্ষণ। স্বামী সালাউদ্দিন গ্রামের বাড়ী থেকে গ্রেফতার - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

দোহারে তালাক দেওয়া স্ত্রীকে বিদেশ ফেরত স্বামীর পুনরায় বিয়ের আস্বাসে ঢাকায় নিয়ে ধর্ষণ। স্বামী সালাউদ্দিন গ্রামের বাড়ী থেকে গ্রেফতার

মানবাধিকার বার্তা রিপোর্ট : দোহার উপজেলার চরকুশাই গ্রামের মৃত খলিল কাজীর মেয়ে রিদি আক্তারকে (১৯) ভালবেসে বিয়ে করে দোহার উপজেলা দোয়াইর গ্রামের অহেদ মিয়ার বিদেশ ফেরত পুত্র তিন সন্তানের জনক সালাহ উদ্দিন। গত শনিবার সন্ধায় রিদি আক্তারের সাথে সালাউদ্দিন তার তালাক প্রাপ্ত স্ত্রী রিদির ঢাকার মুগদাস্থ খালার বাসায় পুনরায় বিয়ের আস্বাসে নিয়ে ধর্ষন করে। সরল বিশ্বাসে রিদি আক্তার রাজী হয়ে তালাক দেওয়া স্বামীর সাথে খালার বাসায় যায়। সালাউদ্দিন রিদির খালার বাসায় তাকে একাধিক বার ধর্ষণ করে। রিদি ওয়াদা মোতাবেক তার স্বামীকে পুনরায় বিয়ে করতে বললে সে তালবাহানা করে চলে যায়। গত মঙ্গলবার রিদি আক্তার বাদী হয়ে সালাউদ্দিনকে আসামী করে মুগদা থানায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা করে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় মুগদা থানা ও দো্হার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে তার দোয়াইর গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করে ঢাকায় মুগদা থানায় নিয়ে যায়। কে এই সালাহ উদ্দিন? দোহার থানার নয়াবাড়ি ইউনিয়নের দোয়াইর গ্রামের মৃত অহেদ এর পুত্র সালাহ উদ্দিন একজন প্রবাসী। আদম ব্যবসায়ী। মধ্য প্রাচ্যের দেশ সৌদিতে থাকে। দেখতে সুদর্শন। এরাবিয়ান স্টাইলে দাড়ি রাখে,চলনে -বলনে এরাবিয়ানদের মতই। মাঝে মাঝে এরাবিয়ান হাউজমেইড ভিসা সহ ডেলিগেট নিয়ে বছরে দু একবার ঢাকা অফিসে এসে ঘুরে যায়। এরাবিয়ানদের ঘরে কাজের মেয়ে সাপ্লাইয়ের কাজই বেশি করে।বয়স -বডি চেহারা সুন্দর না হলে সে এবং তার সৌদি বস্ কাজের মেয়ে নেয়না। আবার অনেক কে বিদেশের নাম করে ঢাকা আবাসিক হোটেলে কিছু দিন রেখে বাড়িতে ফেরত পাঠানোর নজির আছে অনেক।নাম প্রকাশে অনিচ্ছুক তার পাশের বাড়ির ভূক্তভোগী দুই বিদেশ ফেরত নারী জানালেন তাদের প্রবাসজীবনের দুঃখ দুর্দশার কথা। সালাহউদ্দীন এর ভিসায় বিদেশে যাওয়ার পর তারা শারীরিক মানুষিক অনেক ধরনের নির্যাতনের শিকার হোন গৃহকর্তার দ্বারা এব্যাপারে সালাহউদ্দীন কে জানালেও সে কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু বিনা হিসাবে বকেয়া বেতন না দিয়ে দেশে পাঠিয়ে সর্বসান্ত করেন তাদের। এবার আসি রিদির ঘটনায় : গতবছর এই দিনে রিদিকে বিয়ে করে এই নারী লোভী মানব পাচারকারী সালাহউদ্দীন। মাত্র নয় মাসের মাথায় রিদিকে তালাক এর নোটিশ পাঠিয়ে নিজের বন্ধু শামিম, আর বড়, বোন ভাগিনা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যাপারে সেদিন স্থানীয় বাঃ মানবাধিকার কমিশন হাজার হাজার চেস্টা তদবির করেও সালহ উদ্দিন এর ঘরে পাঠাতে পারেনি রিদিকে। এতিম মেয়েটি স্বামী সংষার হতে বঞ্চিত হয়ে পথে বসে যায়। খেয়ে না খেয়ে কোনো রকম দিন চলছিলো তার। এরিমধ্যে নারীলোভী ভন্ড প্রতারক সালাহউদ্দীন আবার নতুন করে তারই সদ্য তালাক প্রাপ্তা স্ত্রী র অসহায় আর গরীবিকে পুঁজি করে সুযোগ নিতে থাকে। নতুন করে তাকে আবার বিয়ের স্বপ্ন দেখায়। আর বিয়ের প্রলোভনে ঘর ছাড়া রিদি ঘরের সন্ধানে আবার তার পাতানো ফাদে আটকা পড়ে যায়। রিদির এবারের ঘটনা শুনে স্থানীয় বাঃ মানবাধিকার কমিশন - BHRC ঢাকা দঃ আঞ্চলিক শাখা তার পাশে দাড়ায় আইনি সহায়তা নিয়ে। পাশে দাড়ায় বিএমএসএফ এর ঢাকা জেলা দঃ এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল ওয়য়াদুদ ও দেশ পত্র পত্রিকা এম এ আরব আলী। মুগদা থানার ওসির সার্বিক প্রচেষ্টায় ও দোহার থানা বিশেষ সহযোগিতায় ধরা পড়ে আইনের জালে। সালাহউদ্দিন এর গ্রেপ্তারের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন জঘন্য অপরাধের শাস্তি চান এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags