যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে ৪২ দালাল আটক - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে ৪২ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক: কেরাণীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ ও যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৪২ দালালকে আটক করেছে। রবিবার সকাল ১০:৩০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ অভিযান চলে। বিআরটিএ অফিসে অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার। অন্যদিকে পাসপোর্ট অফিসে অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, বিআরটিএ ও পাসপোর্ট অফিসে আগত সেবা প্রত্যাশীদের বিভিন্ন মিথ্যা কথা ও সুযোগ-সুবিধা দেখিয়ে তাদের আর্থিক ক্ষতিসহ হয়রানি করার অভিযোগে ৪২ দালালকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিআরটিএ অফিসের ২৫ ও পাসপোর্ট অফিসের ১৭ দালাল রয়েছে। আটককৃত ৪২ জনের মধ্যে ২৯ জনকে সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস পর্যন্ত কারাদন্ড ও ১৩ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags