তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত দুই বছরে ৪৫০টি পত্রিকার ডিক্লেয়ারেশন থাকার পরও এক কপিও বের করেনি। এগুলোর মধ্যে ১০০ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করার জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বর্তমান সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিক সমাজের জন্য যা কিছু করেছেন, তা অতীতে কেউ করেননি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি আমরা তুলনা করি, সেই তথ্যে আমরা দেখতে পাই, আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের জন্য যে ব্যবস্থাগুলো ইতোমধ্যে গ্রহণ করেছে, আশেপাশের দেশে তা করা হয়নি। যারা বড় বড় কথা বলেন এবং দলাদলি করেন, তারা কিন্তু এই কাজগুলো করেননি। গণমাধ্যমের বিকাশের জন্য প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন সেটি অন্য কোনো সরকার করেনি।
তিনি বলেন, আজকে ৩৭টির মতো টেলিভিশন চ্যানেল, দুই একটি আরও অনএয়ারে আসবে খুব শিগগিরই। এতগুলো প্রাইভেট চ্যানেলের কারণে কিন্তু অনেকগুলো কর্মসংস্থান হয়েছে। এই যে এত মেধাবী শিক্ষার্থীরা সাংবাদিকতায় লেখাপড়া করে বের হচ্ছে, এই প্রাইভেট চ্যানেলগুলো না থাকলে তারা কোথায় চাকরি করতো। একইসঙ্গে পত্রপত্রিকার সংখ্যা ৪৫০ ছিল, সেখান থেকে এক হাজার ২৫০ হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম।
যেসব পত্রিকা ডিক্লেয়ারেশন নিয়ে সেই অনুযায়ী চলে না বা পত্রিকা বের করে না, সেগুলোর ডিক্লেয়ারেশন রাখার যৌক্তিকতা কী- এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমি খোঁজ নিয়েছি ৪৫০ পত্রিকা গত দুই বছরে একটি কপিও বের করেনি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। এই পত্রিকাগুলো করে কী? তারা বিভিন্ন সাংবাদিকদের নিয়োগ দেয়, একটা কার্ড দেয় এবং তাদের কোনো বেতন দেয় না। এগুলো হচ্ছে ‘ভুতুড়ে পত্রিকা’। এসব পত্রিকায় যারা কাজ করে তারা বেতন পায় না, ফলে চাঁদাবাজিতে লিপ্ত হয়, নানা কিছুর সঙ্গে যুক্ত হয়। আর সেই বদনাম সাংবাদিক সমাজের ওপর পড়ে। এ জন্য এসব ভুতুড়ে পত্রিকার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ইতোমধ্যে ১০০টি ডিক্লেয়ারেশন বাতিল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের কাছে নাম পাঠানো হয়েছে। আমরা ধীরে ধীরে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। কারণ তারা বিজ্ঞাপনে ভাগ বসায়, যেদিন বিজ্ঞাপন পায় সেদিন এক কপি ছাপায়।
Comments
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
New
১০০ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের নির্দেশ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
নিজস্ব প্রতিনিধি: দোহার বিলাশপুরের কুতুবপুর সাধারণ কৃষক পরিবারের সন্তান দেলোয়ার মাঝি। ৪ ভাইয়ের মধ্যে মেঝু। বাবা মান্নান মাঝি কৃষি কাজ কর...
-
ঢাকার নবাবগঞ্জের আলালপুর থেকে দুবাই প্রবাসী মো. রাশেদের স্ত্রী নুসরাত জাহান(২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) মধ্য রাতে...
-
ঢাকার দোহারে নাশকতা মামলার বিষয়ে কিছু তথ্য জানেন না। এমনটাই জানালেন মামলার বাদী শাহজাহান মাঝি। গত ২৫ আগস্ট করা মামলায় দোহার নবাবগঞ্জর ...
-
মানবাধিকার বার্তাঃ, দোহার-নবাবগঞ্জ,সংবাদ দাতা,ঢাকা ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ৫ স...
-
মানবাধিকার বার্তাঃ নিজস্ব প্রতিবেদক, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোব...
-
নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে দেশের সার্বিক চলমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সা...
-
মানবাধিকার বার্তাঃ আজ ৪ই এপ্রিল গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি আয়োজিত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিস...
-
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সারা দেশের ন্যায় দোহারেও...
-
ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী স্বর্ণা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কামারগাঁ আইডিয়াল স...
-
মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলায় সেনাসদস্যদের উপস্থিতিতে দোহার থানা ও ২টি তদন্ত কেন্দ্রে পুলিশের সদস্যবৃন্দরা যোগদান করেন। শনিবার সক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন