বাস থেকে ছুঁড়ে ফেলা সেই প্রতিবন্ধী নারীর অবশেষে সন্ধান মিললো অতপর আটক সেই পাষণ্ড ড্রাইভার -হেলপার - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

বাস থেকে ছুঁড়ে ফেলা সেই প্রতিবন্ধী নারীর অবশেষে সন্ধান মিললো অতপর আটক সেই পাষণ্ড ড্রাইভার -হেলপার


অনলাইন ডেস্ক:

আটচল্লিশ ঘন্টা  খোঁজাখুজির পর সন্ধান অবশেষে পাওয়া গেছে এন.মল্লিক পরিবহনের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাকপ্রতিবন্ধী সেই নারীকে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে ঢাকার নবাবগঞ্জের টিকরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

ওই নারীর নাম মিষ্টি ওরফে (শিল্পী) বয়স আনুমানিক ২৫ বছর। তার বাড়ি ঢাকার কামারাঙ্গীরচরের জাউলাহাটি। বাবার নাম মতলব খান ও স্বামীর নাম আমির হোসেন মোল্লা।

নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত রবিবার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন.মল্লিক পরিবহনের বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও সোস্যাল মিডিয়া (ফেসবুকে) ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম উপজেলার টিকরপুর থেকে বাক-প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।



এর আগে এন.মল্লিক বাসটির চালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯) কে আটকের বিষয়টি ব্রিফিং’এ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags