নিজস্ব প্রতিনিধি : ঢাকা নবাবগঞ্জের জয়কৃষ্ণপুরের বাসিন্দা রনি(২৪) নামে এক যুবকের উপর শনিবার দিবাগত রাতে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা আহত রনিকে মাথায় আঘাত করে ফেলে রেখে যায় ও প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত রনি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহতের পরিবারের দাবি, শনিবার দিবাগত রাতে উপজেলার বায়মাহাটী গ্রামে মেলা দেখতে যায় রনি। রাত আনুমানিক দেড় টার সময় স্থানীয় ফকির বাড়ি থেকে মেলার মাঠে চা খেতে আসলে সামছু,বাদশা, মোকতার বয়াতি, সাবেক ইউপি মেম্বার খোকনসহ আরো বেশকিছু লোক রনির পিছুঁ নেয় ও হঠাৎ করে দেশীয় অস্ত্র দিয়ে রনির মাথায় হামলা করে। রনিকে কুপিয়ে জখম করেন। এসময় রনির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে দুর্বত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। বাদশা,সাবেক ইউপি মেম্বার খোকনসহ বেশকিছু লোক হঠাৎ আক্রমন করে বলে আহতের স্বজনরা জানায়। তারা এঘটনার দ্রুত বিচার দাবি করেন।
এবিষয়ে রনি ও তার বাবা আফজাল হোসেন বলেন, আমার ছেলেকে হত্যা করতে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে। এমন অমানবিক হামলার বিচার দাবি করেন, বলেন তিনি, আমার ছেলে ব্যবসা করেন। প্রতিপক্ষের লোকজন শ্রুতার করে তার উপর করেছে। এবিষয়ে সামছু,বাদশা,সাবেক ইউপি মেম্বার খোকনসহ আরো বেশকিছু লোককে তাদের মোবাইল নাম্বারে ফোন দিলেও তারা ফোন রিসিভ করে নাই। আমার ছেলের আয় উন্নত্তিতে হিংসার বশবর্তি হয়ে হামলা চালায় রনির উপর। তাই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি ন্যায় বিচার পেতে।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আহত রনির স্বজনরা থানায় এসেছিলো। অপরাধীদের বিরুৃদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন