মানবাধিকার বার্তাঃ নিজস্ব প্রতিবেদক -
ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল এলাকায় নিহত কলেজ ছাত্র হৃদয় হোসেন খুনের ঘটনার পর শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান সিকদার.অ্যাডভোকেট আকমল হোসেন, মোতাহার হোসেন, আওয়াল দেওয়ান, মোতালেব হোসেন, মোশারফ মুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় হৃদয়দের বাড়িতে যান নেতৃবৃন্দ। এসময় হৃদয়ের মা ময়না বেগম বার বার মুর্ছা যাচ্ছিলেন। নেতৃবৃন্দ তাকে কথা বলে শান্তনা দেন এবং পরিবারের খোঁজ খবর নেন।
গত ১৪ নভেম্বর কলেজ ছাত্র হৃদয়কে অপহরণ করা হয়। পরে ২৭ নভেম্বর মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের ফাঁদে আটক হয় শাওন মোল্লা নামের এক যুবক। তার তথ্য মতে পার্শশ্ববর্তী আরঘোষাইল গ্রামের মহিন বেপারীর পরিত্যক্ত ডুবার কচুরী পানার নিচ থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় উপজেলার ঘোষাইল এলাকার সৌদি প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। আটককৃত শাওন মোল্লা একই ইউনিয়নের আরঘোষাইল এলাকার সাইদুল মোল্লার ছেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন