নিজস্ব প্রতিবেদক : ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকার দোহারে বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC এর ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি লাকী আহমেদ এর ভার্চুয়াল উপস্থিতি ও সিঃ সহসভাপতি আঃ হামিদ ইন্তাজীর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক রাহীম কমিশনারের সঞ্চালনায় দিবসটি উদযাপিত হয়েছে উপজেলার স্বাধীনতা ভাস্কর্য রতন চত্বরে। বৃহস্পতিবার বেলা ১১ টায়, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্যোগে ঢাকা জেলা দক্ষিণ শাখার মানবাধিকার কর্মী বৃন্দ দোহার উপজেলা পরিষদ, কলেজ মোড়,থানার মোড় প্রদক্ষিণ করে রতনচত্বরে গিয়ে আলোচনা সমাবেশে যোগ দেয়। সমাবেশের প্রধান আলোচক আঞ্চলিক জেলা সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন পল্লব। আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি , মোহাম্মদ রাব্বিল, জালাল উদ্দিন আহমেদ, মহি উদ্দিন মাতবর, সামাদ মাতবর,রফিক তালুকদার, যুগ্ন সম্পাদক হায়দার বেপারী, জাহাঙ্গীর চোকদার, এইচ এম আরিফ, সেখ সোহেল রানা, বাসুদেব চন্দ্র, মাঠ পরিদর্শক খন্দকার রাসেদ,
পৌরসভা সভাপতি সাইফুল কবির বাবু, সেক্রেটারি মেহেদী হাসান সাদ্দাম বেপারী , ধর্ম বিঃ সম্পাদক মাওলানা কাজী আব্দুর রাজ্জাক , অন্যান্য মানবাধিকার কর্মী জন গমেজ, ডেভিড গমেজ, নাজমা, রহিমা, চৈতি, রনি, বাবু, মেহেদী , মনিরুল ইসলাম ও রাজীব শরীফ প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন