নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায়:তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায়:তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি


নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি। একইসঙ্গে ওই ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে মানবাধিকার কমিশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, তার স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করে। তারা এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন। এক মাস ধরে তাঁরা এই ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে তাকে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তারা এই ভিডিও ছেড়ে দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি মনে করেন, এ ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানায়। নির্যাতনকারীরা পশুর চেয়েও অধম। এমন জঘন্য ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। নারীর মানবাধিকার সুরক্ষিত করার লক্ষ্যে নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা আবশ্যক।

এতে বলা হয়, নির্যাতনকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সবার সহযোগিতার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কমিশন এ ঘটনা স্বতঃপ্রণোদিত আমলে নিয়ে কমিশনের পরিচালকের (অভিযোগ ও তদন্ত) নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটি আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags