থানায় ফিরলেন পুলিশ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

রবিবার, ১১ আগস্ট, ২০২৪

থানায় ফিরলেন পুলিশ

মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলায় সেনাসদস্যদের উপস্থিতিতে দোহার থানা ও ২টি তদন্ত কেন্দ্রে পুলিশের সদস্যবৃন্দরা যোগদান করেন। শনিবার সকাল ১০টায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন অর রশিদের নেতৃত্বে থানায় ও পৃথক ২টি তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশের সকল সদস্যবৃন্দরা থানায় যোগদান করেন। এ বিষয়ে দোহার থানার ওসি মো.হারুন অর রশিদ জানান, দোহার থানা ও ২টি তদন্ত কেন্দ্রে মোট পুলিশের সংখ্যা ১০৬ জন।এর মধ্যে বেশীরভাগই সকালে যোগদান করেছে বলে তিনি নিশ্চিত করেন। দোহার থানা ও ২টি তদন্ত কেন্দ্রে। এসময় দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জাকির হোসেন, মেজর ইফতেকার, এসিল্যান্ড মো.মামুন খানঁ,উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের,পৌরসভা বিএনপি’র সভাপতি ও জয়পাড়া বনিক সমিতির সাবেক নির্বাচিত সভাপতি এস এম কুদ্দুস, দোহার থানা বৈষম্যবিরোধী ছাত্র সংগ্রামের একাংশের পক্ষে আসাদুর রহমান শিপন, আদনান,মো.রাসেল, পদ্মা কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক মো.তারেক রাজীব, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নাছির উদ্দিন পল্লব,সাংবাদিক নেতা ও সমকাল প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, আজকের পত্রিকার প্রতিনিধি মো.শরীফ হাসান, মানবাধিকার কর্মী সাপ্তাহিক আলোকিত দোহারের সংবাদ কর্মী রাশেদ খন্দকার ও সাইদুল ইসলাম প্রমুখ। অপরদিকে ৩য় দিনের মতো আজও সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃষ্টি ও রোদ উপেক্ষা করে কাজ করছেন শিক্ষার্থীরা।এছাড়াও সেনাবাহিনীর সাথে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে শিক্ষার্থীরা মনিটরিং করছেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags