কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন দোহারের মেহবুব কবির - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন দোহারের মেহবুব কবির

মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহারের একাধিক সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ পর্যন্ত এ কমিটির মেয়াদ বলে জানা যায়। কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা হলেন- ভাইস চেয়ারম্যান কাজী মো. শফিকুল ইসলাম, অমল চন্দ্র দাস, এমএ বকর। অন্য সদস্যরা হলেন- শেখ মাহফুজ হামিদ, নাজমুল হোসাইন হামদু, মো. খোরশিদ আলম, আবু বকর সিদ্দিক, মো, ইউনুস মিয়া, অরুণ চন্দ্র দাস, মো. সোহাগ, সামসুল আরেফিন খালেদ, এনএ খালেদ। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোস্টাল-শিপ ওয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশের সব জাহাজ মালিকদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমকে বলেন, দেশের জাহাজ মালিকদের কল্যাণে কাজ করতে আমাদের সংগঠন দীর্ঘদিন যাবত কাজ করছে সারা দেশে। এছাড়া জাহাজ শ্রমিকদের উন্নয়ন ও তাদের কল্যাণে আমরা বিভিন্ন কর্মকাণ্ডও পরিচালিত করে থাকি। এ সময় মেহবুব কবির আরও বলেন, আমি দোহার উপজেলার সন্তান হিসেবে বিগত দিনে আমি দোহারবাসীর পাশে থেকে বিভিন্ন ভূমিকা কল্যাণমূলক কাজে অবদান রেখেছি। আগামী দিনেও দোহার-নবাবগঞ্জবাসীর যে কোনো কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags