দোহারে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন প্রতিষ্ঠান কে অর্থ দন্ড - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

দোহারে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন প্রতিষ্ঠান কে অর্থ দন্ড

মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা অর্থদণ্ড করেছে বিভিন্ন প্রতিষ্ঠান কে । বুধবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। এ সময় উপজেলার জয়পাড়া কলেজ মোড় এবং ঢাকা-দোহার সড়কে অবৈধভাবে ফুটপাত দখল, গণউপদ্রব সংঘটন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, বেপরোয়াভাবে মোটরযান চালনা, যত্রতত্র পার্কিং, যথাযথভাবে হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১৩ জন ব্যক্তিকে একত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল। এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags