ডেঙ্গু আক্রান্ত হয়ে দোহারের চিকিৎসকের মৃত্যু - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে দোহারের চিকিৎসকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামে এক তরুণ চিকিৎসক মারা গেছেন। শুক্রবার (১১ আগস্ট) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। জানা গেছে, শরিফা বিনতে আজিজ দোহার উপজেলার লটাখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের একমাত্র মেয়ে। এক ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। ডা. শরিফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags