শীঘ্রই ব্যাটারি চালিত অটো রিক্সার নিবন্ধন শুরু হবে - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

শীঘ্রই ব্যাটারি চালিত অটো রিক্সার নিবন্ধন শুরু হবে

ব্যাটারিচালিত ২০ থেকে ৩০ লাখ অটোরিকশাকে লাইসেন্স দিতে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফইআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, এ বিষয়ে পরবর্তীতে সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন। তৌফিক-ই-ইলাহী জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলতে পারবে না। বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দাম বাড়ছে। যুদ্ধ না থামা পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ হবে কিনা বলা কঠিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎবিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ সময় তেল-গ্যাস প্রসঙ্গে তৌফিক-ই-ইলাহী বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags