‘রিক্সা বিক্রি করলে ১০ হাজার টাকা পামু তাই হত্যা করেছি’ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

‘রিক্সা বিক্রি করলে ১০ হাজার টাকা পামু তাই হত্যা করেছি’

মানবাধিকার বার্তাঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৬ দিন পর পুকুর থেকে রাকিব নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার বালুর চর এলাকার একটি পুকুরের কচুরি পানা পরিষ্কার করার সময় রাকিবের লাশ ভেসে উঠে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত রাকিব নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় একজন রিক্সাচালক ছিলেন। এ ঘটনায় গত শুক্রবার রাকিবের মা শাহানা বেগম বাদী হয়ে থানায় জিডি করেন। আজ বুধবার হত্যা মামলার প্রধান আসামি বাঁধন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামি সুমন পালাতক রয়েছেন। বাঁধন উপজেলার বড় বক্সনগর চৌরাহাটি এলাকার বাসিন্দা এবং সুমন শোল্লা ইউনিয়নের শোল্লা গ্রামের বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজ বিকেলে হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, গত বুধবার সকাল ৯টায় বাঁধন সরকার ও সুমন উপজেলার বাগমারা এলাকায় মিলিত হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তারা দুজন নিহত রাকিবের সঙ্গে দেখা করেন। সেখানে ঘুরার কথা বলে রাকিবের রিক্সা নিয়ে বাগমারা এলাকায় থেকে সিগারেট কিনেন বাঁধন ও সুমন। গাড়ি চালানোর সময় সুমনের পাশের সিটে বসে ছিল বাঁধন। সূরগঞ্জ এলাকায় আসলে গাড়ি থেকে নেমে একটি কোমল পানীয় কিনেন বাঁধন। সেই পানীয়টি প্রথমে বাঁধন ও সুমন পান করেন। পরে রাকিবের অগোচরে চেতনানাশক ঔষধ মিশিয়ে রাকিব কে পান করতে দেন। রাকিব পানীয়টি পান করলে বক্সনগর ও দোহার বাইপাশ রাস্তা বালুর চর এলাকায় আসলে রাকিবকে বাধন ও সুমন মিলে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তারা দুজন মিলে পাশেই একটি সরকারি পুকুরে কচুরি পানার নিচে ডুবিয়ে রাখেন। রাকিবকে হত্যার মূল কারণ জানতে চাইলে ওসি সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার হওয়া বাঁধনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে বলেছে, ‘‘আমি রাকিবের অটো রিকশাটি যেভাবেই হোক সুমনকে এনে দিতে পারলে সুমন আমাকে ১০ হাজার টাকা দিবে। তাই আমি ও সুমন মিলে গাড়িটি ছিনতাইয়ের পরিকল্পনা করি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags