ঢাকা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন কেড়ে নিল প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন কেড়ে নিল প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির এর মনোনয়নপত্র জমাদানের কপি কেড়ে নেয়ার অভিযোগ প্রতিপক্ষ প্রার্থী আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইঞ্জিনিয়ার মেহবুব কবির এর আগে দোহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইবার প্রতিদ্বন্দিতা করেছেন। এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির অভিযোগ করে জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আমার ম্যানেজার শরীফ হোসেন ও সমর্থণকারী আব্দুর রহিম এবং প্রস্তাবকারী কবিরুল আসন্ন জেলা পরিষদের চেয়ারম্যান পদে আমার মনোনয়নপত্র জমা দিতে ঢাকা ডিসি অফিসে গেলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকরা ছিনিয়ে নেন।এ সময়ে মনোনয়নপত্র, ব্যাংক ট্রেজারী জামানতের বিশ হাজার টাকার চালান,ভোটার লিষ্টের সিডি কপি’র জন্য এক লক্ষ নয় হাজার টাকার চালানসহ পুরো ফাইল কেড়ে নেন। এ কারনে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেন নাই বলে জানান। তিনি আরও বলেন, বর্তমানে আমি নিজের জীবনের নিরাপত্তা হুমকিতে রয়েছি। আমি এর বিচার দাবী করছি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী ও লিখিত অভিযোগ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags