চাঁদা না দেওয়াই কি কাল হলো নাছিমের? - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

চাঁদা না দেওয়াই কি কাল হলো নাছিমের?

ঢাকার দোহার উপজেলার উত্তর পশ্চিম প্রান্তে এক শান্ত পরিবেশ কুসুমহাটি ইউনিয়ন। এখানকার বেশিরভাগ মানুষই ব্যবসা, প্রবাসে চাকরি ও কৃষিকাজে জীবন নির্বাহ করে।এলাকার মানুষ বেশ ভদ্র ও শান্ত নিরীহ। তবে দীর্ঘ কয়েক বছর ধরেই মারুফ নামে বখাটের উৎপাতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছিল ওই এলাকার পরিবেশ। গত ১ জানুয়ারি হঠাৎ পূর্বশত্রুতা ও স্থানীয় নববর্ষের অনুষ্ঠানে চাঁদা দিতে না পারায় নাছিম ভূঁইয়া নামে এক প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলেছে। মারুফ, রাকিব ও তার বাহিনী প্রায়ই ওই পরিবারকে নানা সময়ে অত্যাচার করতো বলেও অভিযোগ আছে বলে জানায় খুন হওয়া নাছিমের স্ত্রী নাহিদা আক্তার। নিহত নাছিমের দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে সোহাগ জানায়, নববর্ষের অনুষ্ঠানে চাঁদা না দেয়াই বাবার জন্য কাল হয়ে দাড়ায়। এমন কথা বলেই বার বার ঠুকরে কাঁদছে পিতা হারা এ সন্তান। টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করে ওই বাহিনী। আমি আমার বাবা হত্যাকারীদের বিচার চাই। স্বামী হারা স্ত্রী পাগলপ্রায় নাহিদা বলেন, আমার এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ভয় আতংকে আছি। খুনিরা জেল থেকে ছাড়া পেয়ে গেলে আমার সন্তানকেও মেরে ফেলতে পারে। ওরা এলাকার সন্ত্রাসী। তাদের ভয়ে কেই মুখ খুলতে সাহস পায় না। মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তার দাবি জানাই। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্ত্তিকপুর বাজার এলাকায় স্থানীয় মারুফ রাকিব বাহিনীর ছুরিকাঘাতে নাছিম ভূঁইয়া (৪৭) নামে এক মধ্যপ্রাচ্য প্রবাসীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ মারুফ হোসেন ও সুমন নামে দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় ৪ জনকে এজাহারনামীয় আসামি করে দোহার থানায় হত্যা মামলা দায়ের করেছে নাছিমের স্ত্রী নাহিদা আক্তার। এলাকাবাসীর অভিযোগ, মারুফের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপকর্মের অনেক অভিযোগ রয়েছে। সে একাধিক মামলারও আসামি। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এদের অত্যাচারে বাজারের অনেক ব্যবসায়ী ভয় আতংকে থাকে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাই। নিহত নাছিমের স্ত্রী নাহিদা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই মারুফ ও রাকিব আমার স্বামীকে হুমকি ধমকি দিয়ে আসছে। স্বামীকে হারিয়ে সন্তান নিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন নাহিদা। দোহার সার্কেলের সিনিয়র এএসপি আরিফুল ইসলাম বলেন, ঘটনার দিনই দুই আসামিকে গ্রেফতার হয়েছে। বাকিদের খুব শিগগিরই গ্রেফতারের বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। উল্লেখ্য, গত শনিবার রাত ৮টায় প্রবাসী নাছিম, কার্তিকপুর বাজারের চৌরাস্তায় দাড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে রাকিব ওইখান দিয়ে যাওয়ার পথে লোকজনের ধাক্কায় পড়ে যায়। রাকিব উঠে দাড়িয়েই নাছিমকে বকা দিলে দুজনের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে রাকিবের কাছে থাকা লাঠি দিয়ে নাছিমকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় নাছিম মাটিতে লুটিয়ে পড়লে, রাকিব নাছিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মৃত নাছিম ওই এলাকার বছির উদ্দিন ভূইয়ার ছেলে।
সূত্রঃ যুগান্তর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags