মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহারে সড়কের উপর দিয়ে নেওয়া অবৈধ ড্রেজিং পাইপ অপসারণ করেছেন উপজেলা প্রশাসন৷ উপজেলা প্রশাসনের পক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকালে নয়াবাড়ি ইউনিয়নের ৩ টি স্পটে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোজি বিকাশ চন্দ।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ মানবাধিকার বার্তা কে জানান, জনগণের চলাচলে ব্যঘাত ঘটিয়ে সড়কের উপর দিয়ে ড্রেজিং পাইপ নিয়ে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনা করে আসছে৷ এমন সংবাদ পেয়ে সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় বালু ব্যবসায়ীদের কাউকে পাওয়া যায়নি৷ তবে, পাইপ অপসারণ করে সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।
বালু ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, জনগণের চলাচলে সমস্যা সৃষ্টি করে কেউ অবৈধভাবে বালু ব্যবসার জন্য সড়কে উপর দিয়ে পাইপ সংযোগ দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনী ব্যবস্থা৷ সে যে-ই হোক না কেন, আইনের বাহিরে কেউ নয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন