মানবাধিকার কমিশন এর শীতবস্ত্র বিতান - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

মানবাধিকার কমিশন এর শীতবস্ত্র বিতান


 মানবাধিকার বার্তা: আজ ১৮ ই জানুয়ারি ২০২১ খ্রীঃ রোজ সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার উদ্যোগে দোহারের নাগের কান্দা বাশতলা মানবাধিকার অফিসে  অসহায় ও গরীব মানুষের মাঝে দুশো কম্বল ও নিরক্ষর নারী দের শিক্ষার উপকরন  বিতরণ করা  হয়। 

অত্র সংস্থার ঢাকা  জেলা মানবাধিকার কমিশন দঃ আঞ্চলিক শাখার সভাপতি ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান  মিসেস লাকী আহমেদ এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকার করেন।

জেলা শাখার জেনারেল সেক্রেটারী হাজী নাছির উদ্দিন পল্লব এর সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ও - মুফতী মুহাম্মদ আল আমিন - এর সভাপতিত্বে সভাটি সমাপ্ত হয়।

শীতবস্ত্র ও শিক্ষা উপক্রম বিতরণী অনুষ্ঠানে  অন্যান্য বিশেষ অতিথির মধ্যে যারা উপস্থিত ছিলেন - তারা হলেন -

আব্দুল হামিদ ইন্তাজি জেলা সিঃ সাধারণ সম্পাদক, 

আব্দুল ওহাব দোহারী -জেলা সহ সভাপতি, একলাল উদ্দিন স্যার দোহার উপজেলা নির্বাহী সভাপতি,  মহি উদ্দিন মাদবর -জেলা সহ সভাপতি, আব্দুল মালেক দোহারী,  জালাল উদ্দিন আহমেদ নবাবগঞ্জ থানা সভাপতি -BHRC, হায়দার বেপারী জেলা যুগ্ন সম্পাদক, খন্দকার রাশেদ, সাদ্দাম বেপারী পৌর সাধারণ সম্পাদক, সাইফুল কবির বাবু পৌর সভাপতি,   দিপু, আরিফ সেখ, রাকিতুল ইসলাম রনি, মোফাজ্জল খান, হেলাল মাঝি, মিলন শরীফ,  শওকত বেপারী, ইবাদুল, বাবু হাওলাদার ও মানিক মোল্যাহ প্রমুখ।

এছাড়াও মানবাধিকার কর্মী বৃন্দরা  নাগের কান্দা বাশতলা হা -মিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের বাৎসরিক পুরস্কার বিতরণী সভায় অংশ গ্রহণ করেন এবং এতিম ছাত্রীদের  শীতবস্ত্র ও শিক্ষার উপকরন বিতরণ করেন।

প্রতিবছরই মানবাধিকার কমিশন ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখা এই কার্যক্রম গুলি করে যায়। প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ কে বেছে নিয়ে মানবাধিকারের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags