দোহারে জমি নিয়ে বিরোধ বাড়িঘরে হামলা ও মারধর - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

সোমবার, ৯ নভেম্বর, ২০২০

দোহারে জমি নিয়ে বিরোধ বাড়িঘরে হামলা ও মারধর


মানবাধিকার বার্তা রিপোর্ট :

ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধা নগর এলাকায়, রোববার জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ওই গ্রামের বাসিন্দা শেখ মুনছের ও তার স্বজনদের বাড়িঘর ভাংচুর, মারধর করেন বলে এ ঘটনার ভূক্তভোগী আরিফ শেখ জানায়।

এ বিষয়ে মুনছেরের ভাগনী সাহিদা বলেন, রোববার বেলা ২টা ৩০ মিনিটে ৫০ জনের অধিক লোক রাজা মোল্লা ও মানিক মোল্লা নেতৃত্বে আমাদের বাড়িতে প্রবেশ করে ৫ টি ঘর ভাংচুর করে, ও আমার ভাই বোনদের মারধর করে। এসময় তারা ১০ ভরি স্বর্ণালংকার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা আমার ভাই রেজু শেখকে বেধম মারপিট রক্তাক্ত করে । 

এ ঘটনায় আহত রেজু শেখ বলেন,জমি নিয়ে পূর্বশত্রুতার জেরধরে আমার মা বোনদের উপর হামলা করে ওরা। আমি বাধা দিলে তারা আমার উপর হামলা করে। এ হামলা বিষয়ে রাজা মোল্লা ও মানিক মোল্লার মোবাইল নাম্বারে কল করলে তারা কল রিসিভ করেন নি।

দোহার থানা পুলিশের সহকারি উপপরিদর্শক জাহিদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিসংক্রান্ত বিরোধের কারনে এই ঘটনা হতে পারে। কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags