নবাবগঞ্জের চালনাই সড়কের পাশে পল্লী বাড়ি ক্যাফের উদ্ভোধন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

নবাবগঞ্জের চালনাই সড়কের পাশে পল্লী বাড়ি ক্যাফের উদ্ভোধন



 ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পল্লীবাড়ি ক্যাফে নামে একটি মিনি চাইনিজ কফি হাউজ উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার চালনাই এলাকায় ফিতা কেটে এই ক্যাফেটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি বলেন, বেশ পরিপাটি ও গ্রামীণ পরিবেশ থাকায় ক্যাফেটি সৌন্দর্য মনোমুগ্ধকর। তবে অবশ্যই আমি এই ক্যাফেটির কতৃপক্ষ কে অনুরোধ করবো, আপনারা একটা  স্লোগানকে মাথায় রেখে কাজ করবেন, সেটা হলো নো মাস্ক, নো সার্ভিস। সেই সাথে আমি ক্যাফেটিরে উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

ক্যাফেটির প্রোপাইটর আহসান শিকদার মানবাধিকার বার্তা কে জানান দোহার-নাবাবগঞ্জে বিনোদন কেন্দ্র বা চাইনিজ রেস্টুরেন্ট অনেক রয়েছে। কিন্তু খোলা মেলা পরিবেশে তৃপ্তির সাথে খাবার খাওয়ার ক্যাফের সংখ্যা খুবই কম। তাই মনোরম পরিবেশকে কেন্দ্র করে আমরা এই ছোট্ট আয়োজন করেছি। আশা করছি আগত কাস্টমারদের চাহিদা অনুযায়ী পরিপূর্ণ সেবা দিয়ে ইনশা-আল্লাহ আমরা তাদের মন জয় করতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ঢাকা জেলা দক্ষিণের সহ সভাপতি আব্দুল মালেক দোহারি এবং  আরো  বিশেষ অতিথি হিসেবে  ছিলেন, মানবাধিকার কর্মী বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ঢাকা জেলার দক্ষিনাঞ্চলের জেনারেল সেক্রেটারি মানবতাবাদী  হাজী নাছির উদ্দিন পল্লব এবং   নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, এছাড়া বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম সহ অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags