দোহারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

দোহারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান


 অনলাইন ডেস্ককঃ ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৮টি হোটেল, বেকারি ও রেস্তোরাকে ২৯ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- মেঘুলা বাজারের মা বেকারির স্বতাধিকারী ফিরোজ মাহমুদকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং ডিপ ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ করার দায়ে দশ হাজার টাকা জরিমানা এবং বেকারিটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির স্থাস্থ্যগত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সীল করার নির্দেশ প্রদান করা হয়। জয়পাড়া থানায় মোড়ে উৎসব ডিলারকে মেয়াদোত্তীর্ন মালামাল (মাউনটেন্ট ডিউ) গোডাইনে রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেঘুলা বাজারের বিসমিল্লাহ বেকারিকে দুই হাজার টাকা, নারিশা ডাকবাংলোর মোড়ে অবস্থিত ড্রিম রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের স্বত্তাধিকারী মোক্তার হোসেনকে মেয়াদ উত্তীর্ণ মাউনটেন্ট ডিউ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা, ফুলতলা বাজার এলাকায় অবস্থিত আমিন স্টোরের স্বতাধীকারি রুহুল আমিনকে এক হাজার টাকা ও মেসার্স জননী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইসমাইল হোসেনকে এক হাজার টাকা ও সাইম ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৮টি মামলায় ২৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, যে সব হোটেল ব্যবসায়ীদের লাইসেন্স নেই তারা আগামী ১ সপ্তাহের মধ্যেই লাইসেন্স নিবন্ধন ও আবেদনের জন্য জেলা প্রশাসক ঢাকা বরাবর আবেদন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন স্যানেটারি ইনস্পেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ ফোর্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags