সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরুন। আপনারাই পারেন একটি দেশ ও জাতির সার্বিক চিত্র তুলেধরে দেশকে এগিয়ে নিতে। মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে, জেলা পরিষদের অর্থায়নে ১৯ লাখ টাকা ব্যায়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধনসহ একই দিন জেলা পরিষদের মোট ১ কোটি ৫ লাখ টাকার, বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুজিব বর্ষে ঢাকা জেলা পরিষদকে দূর্নীতি মুক্ত একটি স্বচ্ছ প্রতিষ্ঠানে রুপান্তর করেছি। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধুই আমার রাজনীতি ও আমার অস্তিত্ব।
করোনার ভাইরাসের এই দুর্যোগময় সময়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে চলেছেন।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন,নবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস,এম সাইফুল ইসলাম, মাহবুবা আক্তার, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ পান্না, নবাবগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক আজহারুল হক, খালিদ হোসেন সুমন, সালাউদ্দিন বাচ্চু, মো.সাদের হোসেন বুলু, কাজী সোহেল, মো. ফিরোজ হোসেন প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন