নবাবগঞ্জের ইউএনও’র নামে ফেক ফেসবুক আইডি খুলে টাকা দাবি - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ৫ আগস্ট, ২০২০

নবাবগঞ্জের ইউএনও’র নামে ফেক ফেসবুক আইডি খুলে টাকা দাবি


মানবাধিকার বার্তাঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজুর নামে ( Salauddin Monzu) তার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলেছে কোন ব্যক্তি। এমনকি ঐ ফেক আইডি থেকে নবাবগঞ্জের বিভিন্ন লোকের ফেসবুকে রিকুয়েষ্ট পাঠানো হয়েছে। যারা এই ফেক আইডিতে এ্যাড হয়েছে তাদের প্রায় অনেকের কাছে টাকা দাবি করেছে ফেসবুক মেসেঞ্জারে।

বুধবার (৫ জুলাই) বিকেলে এই ফেক আইডি থেকে নবাবগঞ্জের একজনের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। এমনকি আগামীকাল সকালে টাকা দিয়ে দেওয়া হবে বলেও মেসেজে লিখেন ফেক আইডি থেকে।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু জানান, আমার নামে একটাই ফেসবুক আইডি৷ যখন থেকে ফেসবুক ব্যবহার শুরু করেছি তখন থেকে আমার একাধিক কোন ফেসবুক আইডি নেই৷ কে বা কারা আজকে আমার ছবি ব্যবহার করে এবং আমার নামে ফেক ফেসবুক আইডি চালু করেছে৷ এমনকি অনেকের কাছে মেসেঞ্জারে টাকাও দাবি করেছে৷ আমি সকলের কাছি অনুরোধ করবো কারো কাছে কোন টাকা দাবি করলে আপনারা কেউ টাকা দিবেন না৷ তিনি আরো জানান, আমি সংশ্লিষ্ট ফেসবুক পরিচালনার দপ্তরের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছি৷

সংবাদটি শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags