দোহারে -গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির অনুমোদন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

দোহারে -গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির অনুমোদন

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকার দোহার উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি আগামী ছয়(০৬)মাসের জন্য অনুমোদন দেওয়া । ঢাকা জেলার আহ্বায়ক এ্যাডভোয়েকেট শওকত হোসেন ও সদস্য সচিব নাসির উদ্দিন পল্লব এর স্বাক্ষরে আব্দুল জাব্বার কে আহবায়ক ডাঃ মাসুদ রানা কে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন সাইদুল,মোঃমাহবুবুর রহমান, ইসলাম, মোক্তার হোসেন,আঃমালেক,মোঃনজরুল ইসলাম,নাজমুল হাসান,আঃআলিম দেওয়ান,শহিদুল ইসলাম খালিদ,মোঃকাইয়ুম চৌধুরী,নূরুল ইসলাম মেম্বার,কাকুলী আক্তার,রওশনারা বেগম,হুমায়ন কবির এবং যুগ্ম সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃমিলন,মোঃকামাল হোসেন,সুজন সরকার,রানা আহম্মেদ,শাহাদাত হোসেন,আব্দুস সালাম,বেলাল হোসেন,আল মামুন,আখিরুজ্জামান,মোহাম্মদ মোশারফ হোসেন,মোঃইলিয়াস হোসেন,মোঃসবুজ,এবং কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন হান্নান মোল্লা,মোঃসোহেল মোল্লা,আঃমোতালেব,আঃলতিফ,শেখ ফরহাদ,মোঃআমিনুর ইসলাম,ইসমাইল হোসেন,মোঃনূর আলম,আহম্মেদ আলী,আঃরহমান,মোঃহাবিবুর রহমান,লাভলু,মজিবুর রহমান কাচাই,আব্দুল মজিদ,মোঃআলমাছ,শামিম মন্ডল,হ্রদয় হোসেন,জাকারিয়া,মোঃসালাম,জাহিদ হাসান,মোঃইসমাইল হোসেন,শেখ সেলিম,জাহাঙ্গীর আলম,মোঃকামাল হোসেন সহ মোট ৫১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags