যোগ্যতার বলে জায়গা করে নিলেন দোহারবাসীর মনেঃ উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ৪ জুন, ২০২১

যোগ্যতার বলে জায়গা করে নিলেন দোহারবাসীর মনেঃ উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন


দোহার থেকে নাছির উদ্দিন পল্লব  : শীর্ষস্থান দখল করে আছেন জনগণের মণিকোঠায় এবং জনপ্রিয়তার দিক দিয়েও এক নাম্বারে ঢাকার দোহার উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। তিনি ১৯৬২ সালের ৬ই মার্চ উপজেলার সুতারপাড়া এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আলমগীর ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব বিভাগে অনার্সসহ বিএসসি ও ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি বেক্সিমকো মিডিয়া লিমিটেডের পরিচালক। আলমগীর হোসেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই বিভিন্ন সেবা মূলক কাজ করে ঠায় নেয় মানুষের মনে। এমনকি তার অতি সুক্ষ ও বিচক্ষণতার জন্য ঢাকা -১ এর মাননীয় সাংসদ ও প্রধানমন্ত্রী র বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা  জনাব সালমান ফজলুর রহমান এর আস্থাভাজন হয়েছেন খুবই অল্পদিনে। করোনার প্রথম ধাপ থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ত্রাণ প্রদাণের জন্য ছুটে বেড়াতেন উপজেলার এ প্রান্ত থেকে সে প্রান্তে। তিনি সেবার কাজে জড়িয়ে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ১৪ দিনের জন্য কোয়ারান্টনে চলে যান। কোয়ারেন্টাইনে থেকেও তিনি খোঁজ নিতেন উপজেলার প্রতিটি মানুষের। মানুষ গুলো প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনা করতেন তাদের প্রিয় মানুষটির জন্য। আলমগীর কোয়ারেন্টাইন থেকে ফিরে নিজের জীবনের মায়া ত্যাগ করে এখন ছুটে বেড়ান দোহারের সকল প্রান্তে।
ব্যক্তিগত ভাবে অত্যন্ত রুচিশীল, মার্জিত ও শিক্ষিত হওয়ায় এডমিনিস্ট্রেশন এর দিক দিয়েও খুব এগিয়ে। উপজেলাবাসীর যেকোনো সমস্যা র সুন্দর সমাধান ও দিয়ে দেন তিনি। হর কথায় যে কাউকে মামলায় যেতে দেননা তিনি।
উপজেলার মানুষ গুলো তাদের প্রিয় নেতা আলমগীর হোসেন এর এমন সব যাদুকরি কাজে মুগ্ধতা প্রকাশ করেন। এবং কোনো কিছুর মূল্যেই হারাতে চান না এমন মহান মানুষ টিকে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags